আসানসোল : পূর্ব রেলের আসানসোল ডিভিশনের চিত্তরঞ্জন স্টেশনে শনিবার সকালে অবৈধ মদ পাচারের চেষ্টা ব্যর্থ করল আসানসোল ডিভিশনের রেলওয়ে সুরক্ষা বাহিনী বা আরপিএফ।
যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং রেলওয়ে চত্বরে অবৈধ কার্যকলাপ রোধে আরপিএফের নিরন্তর চেষ্টার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
জানা গেছে, এদিন সকালে নিয়মিত পরিদর্শনের সময়, আরপিএফের জওয়ানরা চিত্তরঞ্জন স্টেশনের ২/৩ নম্বর প্ল্যাটফর্মের কাছে একজন সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করেন। তারা তার কাছে পৌঁছালে, সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তার করা হয়। তার লাগেজ তল্লাশি করে ১৮.৬৪০ লিটার অবৈধ মদ উদ্ধার করা হয়।
ওই ব্যক্তি স্বীকার করেছে, বিহারে নিয়ে গিয়ে বিক্রি করার উদ্দেশ্যে সে বাংলা সীমান্ত থেকে মদ কিনেছিল। রানিগঞ্জ থেকে জসিডি যাওয়ার একটি বৈধ রেল টিকিটও উদ্ধার করা হয়েছে তার কাছ থেকে। এরপর ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য হেফাজতে নেওয়া হয়েছে।