উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, মহেশতলা : কলকাতা শহরতলি লাগোয়া মহেশতলার সন্তোষপুরে রেল লাইনের পাশে থেকে মিলল এক মহিলার রক্তাক্ত দেহ।আর এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল এলাকায়।
বৃহস্পতিবার রাতেই দেহ উদ্ধার করে শুক্রবার ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ জানা গিয়েছে,বৃহস্পতিবার রাতে মহেশতলা থানার সন্তোষপুর পাহাড়পুর রোডের রেললাইনের পাশে রক্তাক্ত অবস্থায় এক মহিলাকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় মহেশতলা থানায়। মহেশতলা থানার পুলিশ ও জিআরপি গিয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা ওই মহিলাকে উদ্ধার করে।তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
মহিলার দেহের পাশে একটি ব্যাগ পড়েছিল। সেই ব্যাগের থেকে মোবাইল চার্জার, আধার কার্ড পায় পুলিশ।ওই আধার কার্ড থেকেই মহিলার নাম, ঠিকানা জানতে পারে পুলিশ।
জানা যায়, ওই মহিলার নাম রিঙ্কু সমাদ্দার (৩৯)। বাড়ি কলকাতার যাদবপুরে। কীভাবে ওই মহিলা যাদবপুর থেকে মহেশতলার সন্তোষপুর এলেন? আত্মঘাতী হয়েছেন না কি খুন করে দেহ ফেলে রেখে যাওয়া হয় লাইনের পাশে? এহেন একাধিক প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।