উত্তরাখণ্ডে ফের তাণ্ডব চালাল প্রবল বৃষ্টি। শুক্রবার চামোলি ও রুদ্রপ্রয়াগ জেলায় মেঘভাঙা বৃষ্টির ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী। তাঁর কথায়, কয়েকটি পরিবার ধ্বংসস্তূপের নীচে আটকে পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। দ্রুত উদ্ধার অভিযান শুরু হয়েছে।
ধামী জানিয়েছেন, তিনি স্থানীয় প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন এবং বিপর্যয় মোকাবিলা দফতর ও জেলা প্রশাসনকে জরুরি নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রী প্রার্থনা করেছেন— “বাবা কেদার সবার মঙ্গল করুন।”
চামোলির জেলা শাসক সন্দীপ তিওয়ারি জানিয়েছেন, দেউয়াল এলাকায় মেঘভাঙায় দুইজন নিখোঁজ এবং বহু পশুপাখি ধ্বংসস্তূপে চাপা পড়েছে। প্রবল বৃষ্টিতে রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় উদ্ধারকাজে বিলম্ব হচ্ছে, তবে ত্রাণ দল ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে।
এদিকে, রুদ্রপ্রয়াগ পুলিশ জানিয়েছে, আলকানন্দা ও মন্দাকিনী নদীর জলস্তর বিপজ্জনকভাবে বেড়ে গিয়েছে। সাধারণ মানুষকে নদীর ধারে না যাওয়ার ও নিরাপদ জায়গায় সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
উত্তরাখণ্ডের বিভিন্ন জেলায় ইতিমধ্যেই একাধিক মেঘভাঙা ও আকস্মিক বন্যায় বহু মানুষের মৃত্যু হয়েছে। সম্প্রতি উত্তরকাশীতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন মুখ্যমন্ত্রী ধামী। তিনি দুর্গতদের জন্য ত্রাণ প্যাকেজও ঘোষণা করেছেন।
আবহাওয়া দফতর চামোলি, পিথোরাগড়, বাগেশ্বর, চম্পাওয়াত ও উদ্যম সিং নগরে ‘কমলা সতর্কতা’ জারি করেছে। এখানে আজ প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এছাড়া উত্তরকাশী, দেরাদুন, তেহরি গড়ওয়াল, রুদ্রপ্রয়াগ, পৌরি, হরিদ্বার, আলমোড়া ও নৈনিতালে ‘হলুদ সতর্কতা’ জারি করা হয়েছে।