শুক্রবার টোকিও পৌঁছালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুই দিনের সফরে তিনি জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে বৈঠক করবেন এবং ১৫তম ভারত-জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে অংশ নেবেন। এ ছাড়াও জাপানের শিল্পপতি ও রাজনৈতিক নেতাদের সঙ্গেও বৈঠক করবেন মোদী।
এটি তাঁর অষ্টম জাপান সফর। সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করার লক্ষ্যে ইশিবার সঙ্গে বিস্তারিত আলোচনা করবেন তিনি। টোকিও পৌঁছেই মোদী বলেন, “জাপান সফরে এসে আমি আনন্দিত। উন্নয়নমূলক সহযোগিতা আরও বাড়াতে এবং নতুন ক্ষেত্র অন্বেষণের জন্য আমি ইশিবা ও অন্য নেতাদের সঙ্গে আলোচনার অপেক্ষায় আছি।”
জাপানি সংবাদমাধ্যম কিয়োডো নিউজ জানিয়েছে, মোদীর সফরে জাপান সরকার প্রায় ১০ ট্রিলিয়ন ইয়েন (৬৮ বিলিয়ন মার্কিন ডলার) বিনিয়োগের লক্ষ্য ঘোষণা করতে পারে। এ ছাড়া অর্থনৈতিক নিরাপত্তা, সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও উদীয়মান প্রযুক্তিতে সহযোগিতা নিয়ে নতুন কাঠামোতে আলোচনা হতে পারে।
সফরের সময় মোদী সেন্দাইতেও যাবেন, যেখানে তিনি একটি সেমিকন্ডাক্টর কারখানা পরিদর্শন করবেন। এটি দুই দেশের প্রযুক্তিগত সহযোগিতার ভবিষ্যত দিককে তুলে ধরবে।
জাপান সফর শেষে ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত তিনি চিনের তিয়ানজিনে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (SCO) সম্মেলনে যোগ দেবেন। সেখানে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং অন্যান্য বিশ্বনেতাদের সঙ্গেও তাঁর বৈঠক হবে।