বলিউড অভিনেত্রী ও ১৯৯৪ সালের মিস ইউনিভার্স সুস্মিতা সেনের ছোট মেয়ে আলিশা আজ, বৃহস্পতিবার (২৮ আগস্ট ২০২৫), ১৬ বছরে পা দিল। এই বিশেষ দিনে ইনস্টাগ্রামে আবেগঘন পোস্ট করে কন্যাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ম্যায় হুঁ না খ্যাত অভিনেত্রী।
সুস্মিতা তাঁর ইনস্টাগ্রামে একটি ক্যারোসেল পোস্ট শেয়ার করেছেন, যেখানে রয়েছে মোট ১৯টি ছবি। ছবিগুলোতে সুস্মিতা, তাঁর বড় মেয়ে রেনি এবং ছোট মেয়ে আলিশার নানা আনন্দময় ও সুখের মুহূর্ত ধরা পড়েছে।
তিনি আরও লেখেন, “তোমার সব সাফল্য আমাকে মুগ্ধ করে, আর আমি জানি সামনে তোমার জন্য আরও অনেক কিছু অপেক্ষা করছে। কী দারুণ একটা বছর শুরু হচ্ছে তোমার জন্য সোনা মা!!! ঈশ্বরের আশীর্বাদে তোমার ভাগ্য হোক তোমার মতোই সুন্দর ও স্নিগ্ধ। আমরা শুরু করছি ১৬ বছরকে #schoolcaptain হিসেবে… ওহ হ্যাঁহ্হ্হ্!!! দারুণ কাজ করেছো মাঞ্চকিন!!! এখন #partytime”।
সুস্মিতার এই আবেগঘন পোস্টে ইতিমধ্যেই ৪০ হাজারেরও বেশি লাইক পড়েছে। অসংখ্য ভক্ত ও শুভাকাঙ্ক্ষী আলিশাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন মন্তব্যে।