Home / খবর / রাজ্য / এসআইআর ইস্যুতে ফের সরব মমতা, তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাদিবসের মঞ্চ থেকে হুঁশিয়ারি ভোটাধিকার রক্ষায়

এসআইআর ইস্যুতে ফের সরব মমতা, তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাদিবসের মঞ্চ থেকে হুঁশিয়ারি ভোটাধিকার রক্ষায়

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাদিবসের মঞ্চ থেকে ফের বিজেপি, বাম ও নির্বাচন কমিশনকে আক্রমণ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর প্রসঙ্গে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “জীবন থাকতে কারও ভোটাধিকার কাড়তে দেব না।”

মমতার অভিযোগ, এসআইআরের নামে বাংলায় এনআরসি চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে বিজেপি। তিনি বলেন, এনআরসি করে ভোটার তালিকা থেকে নাম কাটার চেষ্টা চলছে। বাংলার মানুষ জোর-জুলুম মানে না, মানবে না। বিনা যুদ্ধে এক ইঞ্চি ছাড়বে না।” বিজেপির বিরুদ্ধে ডিএম-বিডিওদের ভয় দেখানো ও নতুন ভোটারদের ‘ললিপপ’ দেখানোর অভিযোগও আনেন তিনি।

ভিনরাজ্যে বাংলার শ্রমিকদের হেনস্তা নিয়েও সরব হন মুখ্যমন্ত্রী। বিজেপিকে নিশানা করে বলেন, “বাংলাদেশি আখ্যা দিয়ে গরিব মানুষদের উপর অত্যাচার করছেন। কিন্তু গরীব মানুষই আমার হৃদয়।”

অন্যদিকে, কেরলে নেতাজি সম্পর্কে ‘ভুল তথ্য’ পড়ানো হচ্ছে বলে অভিযোগ করেন মমতা। বামেদের রাজনৈতিক বৈধতা নিয়েই প্রশ্ন তোলেন তিনি।

এছাড়াও, নির্বাচন কমিশনকেও একহাত নেন তৃণমূল নেত্রী। তাঁর বক্তব্য, “ইলেকশন কমিশনের চেয়ারকে আমি সম্মান করি। কিন্তু বড়রা যদি ললিপপ খায়, তাহলে মানায় না।”

রাজ্যে বিধানসভা ভোটের আর মাত্র এক বছর বাকি। ২১ জুলাইয়ের সভায় নির্বাচনী সুর বেঁধে দেওয়ার পর এবার ছাত্র সংগঠনের মঞ্চ থেকেও লড়াইয়ের সঙ্কেত দিলেন তৃণমূল নেত্রী।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *