আগামী সোমবার পর্যন্ত রাজ্যের সর্বত্র বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আজ হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং নদিয়ায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারেও আজ ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বুধবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, নদিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ঝড়বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, কলকাতা ও হাওড়ায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড় উঠতে পারে। ওই জেলাগুলিতেও হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সার্বিকভাবে এই দুই দিন দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শুক্রবার থেকে বৃষ্টি আরও বাড়বে দক্ষিণবঙ্গে। বিশেষত পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের কয়েকটি অংশে প্রবল বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির অধিকাংশ অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। শনিবারও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলার অধিকাংশ জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শুক্রবার ও শনিবার দক্ষিণবঙ্গের সব জেলায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড় উঠবে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।