দুর্গাপুর: বর্ধমান থেকে দুর্গাপুরে সোনার হার ছিনতাই করতে এসে ধরা পড়ল এক কিশোর। যদিও পালিয়ে যায় ওই কিশোরের সঙ্গী তিন দুষ্কৃতী।
সোমবার রাত প্রায় সাড়ে আটটা নাগাদ শহরের প্রাণকেন্দ্র সিটিসেন্টার এলাকার বিদিশা বাসস্ট্যান্ডের কাছে এক মহিলার গলা থেকে সোনার হার ছিনতাই করে পালিয়ে গেল দুষ্কৃতীরা। মহিলার চিৎকারে আসপাশের লোকজনেরা দৌড়ে এসে একজনকে ধরে ফেলেন। তাকে পরে সিটিসেন্টার ফাঁড়ির পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে আটটা নাগাদ দুর্গাপুরের সিটিসেন্টার চতুরঙ্গ এলাকার বাসিন্দা তনু রায় নামে এক মহিলা তার দুই বান্ধবী ও এক যুবককের সঙ্গে স্থানীয় ডেইলি মার্কেটে যাচ্ছিলেন। সেই সময় আচমকাই একটি গাড়ি এসে দাঁড়ায় তাদের পাশে। কিছু বুঝে উঠার আগে গাড়ি থেকে দুই যুবক বেরিয়ে এসে তনুদেবীর গলা থেকে সোনার হার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন।
তনুদেবী তা বুঝতে পেরে হারটি আঁকড়ে ধরে ফেলেন। তাতে টানাটানিতে অর্ধেক হার তনুদেবীর হাতে রয়ে যায়। বাকি হারের অংশ নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। পালানোর সময় একজনকে ধরে ফেলে স্থানীয় বাসিন্দারা।
তনুদেবী ও তার বান্ধবীর সঙ্গে বাবাই গঞ্জ নামে যে যুবক ছিলেন তার কথায়, ঐ গাড়িতে চারজন ছিল। দুজন গাড়ি থেকে নেমে প্রথমে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তারপর তনুদেবীর গলা থেকে হার ছিনিয়ে নেয়। যে দুজন গাড়ি থেকে বেরিয়েছিল তাদের মধ্যে একজন গাড়িতে উঠে পড়ে। গাড়িটা প্রচন্ড গতিতে বেরিয়ে যায়। একজন গাড়িতে উঠতে পারেনি। তাকে আমরা ধরে ফেলি।
তনুদেবী বলেন, সিটিসেন্টারের মত জায়গায় রাস্তায় লেকজন যাতায়াত করছে সেই সময় ছিনতাই। ভাবতে পারছি না।
ধৃত যুবককে আটক করে ফাঁড়িতে নিয়ে আসে পুলিশ। তাকে জিজ্ঞাসবাদ করে জানা যায় গাড়িতে চারজন ছিল। তারা বর্ধমান থেকে দুর্গাপুরে আসে হার ছিনতাই করার জন্য। ধৃত যুবকের নাম সুব্রত সিং। তার বয়স ১৭ বছর। সিটিসেন্টার ফাঁড়ির আধিকারিক সুদীপ্ত বিশ্বাস বলেন, ধৃত যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। মহিলা থানায় অভিযোগ করেছেন। ঘটনার তদন্ত করা হচ্ছে। দ্রুত পালিয়ে যাওয়া দুষ্কৃতীদের গ্রেফতার করা হবে।