Home / খবর / দেশ / জগদীপ ধনখড়ের পদত্যাগ নিয়ে জল্পনা অব্যাহত, এ বার মুখ খুললেন অমিত শাহ

জগদীপ ধনখড়ের পদত্যাগ নিয়ে জল্পনা অব্যাহত, এ বার মুখ খুললেন অমিত শাহ

প্রাক্তন উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের হঠাৎ পদত্যাগকে ঘিরে তৈরি হওয়া রাজনৈতিক জল্পনার জবাব দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার সংবাদসংস্থা এএনআই-কে তিনি জানান, ধনখড় ব্যক্তিগত শারীরিক সমস্যার কারণেই দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।

অমিত শাহ বলেন, “ধনখড়জি সাংবিধানিক পদে থেকে নিষ্ঠা ও মর্যাদার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তিনি ব্যক্তিগত স্বাস্থ্যের সমস্যার জন্য পদত্যাগ করেছেন। এটাকে অযথা টেনে অন্য কিছু খোঁজার চেষ্টা করা উচিত নয়।”

বিরোধী দলের দাবি— ধনখড় ‘গৃহবন্দি’ অবস্থায় ছিলেন। এই অভিযোগেরও জবাব দেন শাহ। তিনি বলেন, সত্য-মিথ্যা নির্ধারণের একমাত্র মানদণ্ড বিরোধীদের বক্তব্য হতে পারে না। সবকিছুকে কেন্দ্র করে অযথা হইচই করা উচিত নয়।”

উল্লেখ্য, আগামী ৯ সেপ্টেম্বর উপ-রাষ্ট্রপতি নির্বাচন। ধনখড়ের পদত্যাগের পর এনডিএ তাদের প্রার্থী করেছে মহারাষ্ট্রের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণনকে। অন্যদিকে বিরোধীরা প্রার্থী করেছে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বি সুদর্শন রেড্ডিকে।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *