বঙ্গোপসাগরে ফের সক্রিয় জোড়া নিম্নচাপ অঞ্চলের প্রভাবে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় আগামী কয়েক দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এর সঙ্গে সক্রিয় রয়েছে বর্ষার মৌসুমি অক্ষরেখা এবং ঘূর্ণাবর্ত। ফলে আপাতত বৃষ্টি থামার সম্ভাবনা নেই।
শুক্রবার গাঙ্গেয় বঙ্গের উপর ঘূর্ণাবর্তের জেরে তৈরি হয়েছে একটি নতুন নিম্নচাপ অঞ্চল। এটি ধীরে ধীরে ঝাড়খণ্ডের দিকে এগোবে। অন্য দিকে, সোমবার ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূলে উত্তর বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ তৈরি হতে পারে।
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, রবিবার থেকে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। পুরুলিয়া ও বাঁকুড়ায় ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। সমুদ্রে ঝোড়ো হাওয়ার দাপট থাকায় মৎস্যজীবীদের অন্তত ২৪ ঘণ্টা সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
উত্তরবঙ্গেও বৃষ্টির প্রভাব থাকছে। রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। সোমবার ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি ও কালিম্পঙে। এই দুই জেলায় হলুদ সতর্কতা জারি হয়েছে।