রক্ষণাবেক্ষণের কাজের জন্য রবিবার ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু। এ বিষয়ে কলকাতা পুলিশের তরফে বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে।
যান চলাচল স্বাভাবিক রাখতে বিকল্প রুটের ব্যবস্থা করা হয়েছে। এজেসি রোড থেকে আসা গাড়ি হেস্টিংস ক্রসিং হয়ে জর্জ গেট রোড ও স্ট্র্যান্ড রোড ধরে হাওড়া ব্রিজ ব্যবহার করবে। সিজিআর রোড ও কেপি রোড ব্যবহারকারীদেরও হাওড়া ব্রিজ দিয়ে ঘুরে যেতে হবে। খিদিরপুর দিক থেকেও বিদ্যাসাগর সেতুর দিকে আসা যানবাহনকে বিকল্প পথে পাঠানো হবে।
প্রশাসন জানাচ্ছে, প্রতিদিন হাজার হাজার গাড়ি চলাচল করে এই সেতু দিয়ে। নবান্নে যাতায়াতের অন্যতম মাধ্যমও এটি। বয়সের নিরিখে ৩৩ বছরের সেতুর স্টে কেবল, হোল্ডিং ডাউন কেবল, ডেক স্ল্যাব ও এক্সপ্যানশন জয়েন্ট বদলের প্রয়োজন হয়ে পড়েছে। সেতু বিশেষজ্ঞদের দাবি, টানা ২৫ বছর ব্যবহারের পরই সংস্কার জরুরি। সেই কারণেই নিরাপত্তার স্বার্থে রবিবার দিনভর বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু।