Home / খবর / দেশ / খড়্গপুর আইআইটিতে ভর্তি হতে আসার পথে নিখোঁজ মেধাবী পড়ুয়া

খড়্গপুর আইআইটিতে ভর্তি হতে আসার পথে নিখোঁজ মেধাবী পড়ুয়া

screenshot 20250823 130928~2

খড়্গপুর আইআইটিতে ভর্তি হতে আসছিলেন ১৯ বছরের ছাত্র অর্জুন পাটিল। কিন্তু ট্রেনযাত্রার মাঝপথেই নিখোঁজ হয়ে যান তিনি। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মহারাষ্ট্রের জলগাঁও জেলার চোপড়ার বাসিন্দা অর্জুন খড়্গপুর আইআইটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছিলেন।

পরিবার সূত্রে খবর, ২০ অগস্ট সকালে শালিমার এক্সপ্রেসে বাবার সঙ্গে রওনা দেন অর্জুন। ট্রেন ঝাড়খণ্ডের চাকুলিয়া স্টেশনে পৌঁছলে মোবাইল চার্জে বসিয়ে টয়লেটে যান তিনি। তারপর থেকেই আর কোনও খোঁজ মেলেনি। বাবার অভিযোগের ভিত্তিতে প্রথমে খড়্গপুর জিআরপি এবং পরে চাকুলিয়া জিআরপি তদন্ত শুরু করেছে।

রেল পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অর্জুনের মোবাইল ফোন তাঁর কাছে নেই বলে লোকেশন ট্র্যাক করা যাচ্ছে না। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই নিখোঁজ ছেলের খোঁজে দিশেহারা বাবা-মা খড়্গপুরে পৌঁছেছেন। তাঁদের আশঙ্কা, অর্জুনকে অপহরণ করা হয়েছে। দ্রুত ছেলেকে ফিরিয়ে দেওয়ার আবেদন জানিয়েছেন তাঁরা।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *