Home / খবর / খেলা / ডুরান্ড কাপের ফাইনালে ডায়মন্ড হারবার এফসি, আজ যুবভারতীতে নর্থইস্ট ইউনাইটেডের মুখোমুখি

ডুরান্ড কাপের ফাইনালে ডায়মন্ড হারবার এফসি, আজ যুবভারতীতে নর্থইস্ট ইউনাইটেডের মুখোমুখি

screenshot 20250823 085323~2

আজ, শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ড কাপের ফাইনাল। এ বার ইস্টবেঙ্গল ও মোহনবাগানকে পিছনে ফেলে বাংলার পতাকা বহন করছে ডায়মন্ড হারবার এফসি। সেমিফাইনালে ইস্টবেঙ্গলকে হারিয়ে ফাইনালে উঠেছে তারা।

অন্যদিকে, কোয়ার্টার ফাইনালে ডার্বিতে হেরে বিদায় নিয়েছিল মোহনবাগান। ফাইনালে ডায়মন্ড হারবারের প্রতিপক্ষ নর্থইস্ট ইউনাইটেড, যারা গতবারের চ্যাম্পিয়ন। খেলা শুরু হবে বিকেল ৫:৩০ থেকে। সরাসরি সম্প্রচার হবে সোনি স্পোর্টস চ্যানেল ও সোনি লিভ অ্যাপে।

ডায়মন্ড হারবার এফসি-কে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের স্প্যানিশ কোচ, যিনি ছ’ বছর আগে মোহনবাগানকে দ্বিতীয় আই লিগ এনে দিয়েছিলেন, আজ দাঁড়িয়ে আছেন আরও এক ঐতিহাসিক সন্ধিক্ষণের সামনে।

ইস্টবেঙ্গল, মোহনবাগান ও মহামেডান ইতিমধ্যেই প্রতিযোগিতা থেকে ছিটকে যাওয়ায় বাংলা ফুটবলের মানরক্ষার ভার এখন পুরোপুরি কিবুর দলের কাঁধে। প্রথম বড় ট্রফি জয়ের স্বাদ পাবে কি না, সেই অপেক্ষায় সমর্থকরা।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *