শ্রাবণ মাস পেরোলেও বৃষ্টির দাপট থামছে না বাংলায়। নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জোড়া প্রভাবে ফের টানা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা-সহ দক্ষিণ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও নামতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ।
আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর ওড়িশা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর বর্তমানে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, উচ্চতা প্রায় ৫.৮ কিলোমিটার। পাশাপাশি মৌসুমি অক্ষরেখা জয়সলমের থেকে দিঘা হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর ফলে সমুদ্র থেকে প্রচুর জলীয়বাষ্প ঢুকছে বঙ্গে। আগামী দু’দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি চলবে।
শুক্রবার থেকে সোমবার কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে সপ্তাহান্তে ভারী বর্ষণ হতে পারে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুরে শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এই তিন জেলায় কমলা সতর্কতা জারি হয়েছে। দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে দুর্যোগ চলতে পারে মঙ্গলবার পর্যন্ত।
উত্তরবঙ্গেও ভারী বর্ষণের সতর্কতা রয়েছে। শুক্রবার দার্জিলিং-সহ সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারেও ভারী বর্ষণ হতে পারে। পাহাড়ঘেঁষা জেলাগুলিতে সোমবার পর্যন্ত সতর্কতা জারি রয়েছে।
এছাড়া বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে, ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিমি বেগে। ফলে ওই সময়ে মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।