রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল প্রকাশ নিয়ে বিচারপতি কৌশিক চন্দের সিঙ্গল বেঞ্চের নির্দেশকেই কার্যত গুরুত্ব দিল কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ। বৃহস্পতিবার বিচারপতি সুজয় পালের বেঞ্চে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের আইনজীবী জানান, ফলাফল প্রকাশে বোর্ড প্রস্তুত থাকলেও চলতি মামলার কারণে তা করা যাচ্ছে না। এ বিষয়ে বিচারপতি পালের মন্তব্য— সিঙ্গল বেঞ্চ নির্দিষ্ট সময় বেঁধে ফল প্রকাশের নির্দেশ দিয়েছে, তাই নতুন করে নির্দেশ দেওয়ার অবকাশ নেই।
আদালত আরও স্পষ্ট করে জানায়, বোর্ড ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে গিয়েছে। ফলে ডিভিশন বেঞ্চ এই মুহূর্তে হস্তক্ষেপ করছে না। তবে মামলাকারীর আইনজীবী দাবি করেন, হাজার হাজার পড়ুয়ার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে, তাই আদালতের হস্তক্ষেপ জরুরি।
ডিভিশন বেঞ্চে মামলাটির পরবর্তী শুনানি হতে পারে আগামী ২ সেপ্টেম্বর। তার আগেই সুপ্রিম কোর্টে বিষয়টি উঠবে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, ৭ অগস্ট ফল প্রকাশের কথা থাকলেও, বিচারপতি কৌশিক চন্দ নতুন ওবিসি তালিকা নিয়ে আপত্তি জানিয়ে জয়েন্ট বোর্ডকে তালিকা পুনর্মূল্যায়নের নির্দেশ দেন। সেই নির্দেশ অনুযায়ী ২০১০ সালের আগের শংসাপত্রকে মান্যতা দেওয়া এবং ৭ শতাংশ সংরক্ষণ মেনে তালিকা তৈরি করার নির্দেশ ছিল। সেই রায়কেই এখন কার্যকর বলেই জানাল ডিভিশন বেঞ্চ।