বুধবার সকালে নিজের বাসভবনে জনশুনানি চলাকালীন আক্রান্ত হলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। অভিযোগ, এক যুবক মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার সময় আচমকা তাঁকে চড় মারেন এবং টানাহেঁচড়া করেন। সঙ্গে সঙ্গে নিরাপত্তারক্ষীরা ওই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন।
ঘটনার পর মুখ্যমন্ত্রীকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্রের খবর, তিনি স্থিতিশীল আছেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের অভিযোগ শুনছিলেন। তখনই হামলাকারী নিজের সমস্যা জানাতে এগিয়ে গিয়ে আচমকা আক্রমণ চালান।
পুলিশ ওই যুবকের উদ্দেশ্য খতিয়ে দেখছে। ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।