‘‘ভোট চুরি’ মন্তব্যে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে ঘিরে বিতর্কে এবার সরব তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার নির্বাচন কমিশন রাহুলকে এক সপ্তাহের মধ্যে হলফনামা জমা দিতে বা ক্ষমা চাইতে নির্দেশ দেওয়ার পরই পাল্টা আক্রমণে নামেন অভিষেক।
কলকাতা বিমানবন্দর থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি প্রশ্ন তোলেন, “দায় তো নির্বাচন কমিশনের। তাহলে কেন রাজনৈতিক দলগুলিকে এফিডেভিট দিতে হবে?” বিহারে এসআইআর চলাকালীন ৬৫ লক্ষ নাম বাদ যাওয়ার প্রসঙ্গ তুলে তিনি কমিশনকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেন—“মুখ্য নির্বাচন কমিশনার যদি এফিডেভিট দেন, রাজনৈতিক দলগুলিও ২৪ ঘণ্টার মধ্যে এফিডেভিট দেবে।”
অভিষেকের অভিযোগ, কমিশনের নিয়ম অনুযায়ী ভোটার তালিকার গরমিল ধরার দায়িত্ব ইআরও-র, সেখানে এফিডেভিটের কোনও প্রয়োজন নেই। তিনি আরও বলেন, “এই ভোটার লিস্ট নিয়েই গত লোকসভা নির্বাচন হয়েছে। আগে সরকারের পদত্যাগ করে নতুন তালিকা তৈরি করে নির্বাচন হোক।”
অভিষেক হুঁশিয়ারি দিয়ে জানান, বাংলার একজন ভোটারের নাম বাদ গেলেও এক লক্ষ মানুষকে নিয়ে দিল্লিতে বৃহত্তর আন্দোলনে নামবে তৃণমূল।