Home / খবর / বিশ্ব / মোদীকে ফোন করে ট্রাম্পের সঙ্গে বৈঠকের খবর জানালেন পুতিন, ইউক্রেন যুদ্ধে শান্তির ডাক ভারতের

মোদীকে ফোন করে ট্রাম্পের সঙ্গে বৈঠকের খবর জানালেন পুতিন, ইউক্রেন যুদ্ধে শান্তির ডাক ভারতের

screenshot 20250818 215244~2

আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন । সেই ফোনে বৈঠকের খবর বিস্তারিত জানান পুতিন। ফোনালাপের জন্য তাঁকে ধন্যবাদ জানিয়েছেন মোদী।

প্রধানমন্ত্রী মোদী এক্স-এ লেখেন, ফোন করার জন্য আমার বন্ধু প্রেসিডেন্ট পুতিনকে ধন্যবাদ। প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকের বিষয়ে জানানোর জন্যও ধন্যবাদ।”

তিনি আরও বলেন, ভারত সব সময় ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানের পক্ষে এবং এ নিয়ে সব প্রচেষ্টাকে সমর্থন করে। মোদীর কথায়, আমরা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান চাই। আগামী দিনে আলোচনার ধারাবাহিকতা বজায় থাকবে।”

গত ১৫ আগস্ট আলাস্কায় ট্রাম্প ও পুতিন বৈঠক করেন। আলোচনায় মূল বিষয় ছিল ইউক্রেন যুদ্ধবিরতি। তবে বৈঠকে যুদ্ধ থামানোর কোনও চুক্তি হয়নি।

বৈঠকের গুরুত্ব আরও বেড়েছে কারণ ট্রাম্প সম্প্রতি ভারতের ওপর আমদানি শুল্ক দ্বিগুণ করে ৫০ শতাংশ করেছেন। পাশাপাশি রাশিয়া থেকে তেল কেনার জন্য আরও ২৫ শতাংশ জরিমানা চাপিয়েছেন। তাঁর দাবি, ভারত সস্তায় রুশ তেল কিনে ইউক্রেন যুদ্ধকে সাহায্য করছে।

ভারত অবশ্য এই মার্কিন-রুশ বৈঠককে স্বাগত জানিয়েছে। বিদেশ মন্ত্রকের বক্তব্য, আলাস্কায় ট্রাম্প ও পুতিনের বৈঠক শান্তি প্রতিষ্ঠার দিকে ইতিবাচক পদক্ষেপ। শান্তির পথ কেবল আলোচনা ও কূটনীতি। বিশ্ব এখন ইউক্রেন যুদ্ধের দ্রুত শেষ চায়।”

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *