পুলিশের সঙ্গে বিতর্কে পরিচালক বিবেক অগ্নিহোত্রী। ছবি: রাজীব বসু
স্বাধীনতা দিবসের পরদিন মুক্তি পেল বিবেক অগ্নিহোত্রী পরিচালিত দ্য বেঙ্গল ফাইলস-এর ট্রেলার। পরিচালক দাবি করেছেন, রাজনৈতিক চাপেই কলকাতায় ট্রেলার লঞ্চের অনুষ্ঠান বাতিল করতে হয়েছে তাঁকে। যদিও অভিযোগ উঠেছে, তিনি না কি কলকাতা পুরসভার কাছ থেকে প্রয়োজনীয় অনুমতি নেননি।
শনিবার শহরে ট্রেলার লঞ্চ নিয়ে তুমুল বিতর্ক ছড়ালেও শেষ পর্যন্ত প্রকাশ্যে এসেছে ছবির প্রচার ঝলক। তবে রাজনৈতিক চাপে অনুষ্ঠান বাতিলের অভিযোগের কোনও প্রমাণ পরিচালক দেখাতে পারেননি। বরং সমালোচকদের প্রশ্ন—এটা কি ছবির প্রচারস্বার্থেই পরিকল্পিত ‘পাবলিসিটি স্টান্ট’?
অগ্নিহোত্রী কলকাতা সফরে বিজেপির পার্টি অফিসেও যান এবং সেখানে ট্রেলার প্রদর্শন করেন। ফলে রাজনৈতিক যোগ নিয়েও জল্পনা বাড়ছে।
ট্রেলারে দেখা গিয়েছে অবিভক্ত বাংলার সাম্প্রদায়িক হিংসা, দেশভাগের পটভূমি, জিন্নাহর ষড়যন্ত্র এবং ধর্মীয় মেরুকরণের রাজনীতি। কলকাতার দৃশ্যাবলি ও ঐতিহাসিক প্রেক্ষাপটে রূপায়িত হয়েছে বিভীষিকাময় ‘ডিরেক্ট অ্যাকশন ডে’-র স্মৃতি। ছবিতে অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়, সৌরভ দাস, অনুপম খের এবং পল্লবী জোশী।

‘তাসখন্দ ফাইলস’ ও ‘কাশ্মীর ফাইলস’-এর পর পরিচালক আনছেন তাঁর ফাইলস ট্রিলজির তৃতীয় ছবি। প্রথমে ছবির নাম রাখা হয়েছিল দ্য দিল্লি ফাইলস, পরে তা বদলে দ্য বেঙ্গল ফাইলস করা হয়। রাজনৈতিক সময়জ্ঞান ও প্রেক্ষাপট ঘিরে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে।