Home / খবর / জেলায় জেলায় / রূপনারায়ণপুরে মাদকবিরোধী অভিযান, পথে নামল পুলিশ, সচেতনতায় জোর

রূপনারায়ণপুরে মাদকবিরোধী অভিযান, পথে নামল পুলিশ, সচেতনতায় জোর

screenshot 20250816 144929~2

সালানপুর: মাদকের কবল থেকে সমাজকে রক্ষার লক্ষ্যে রূপনারায়ণপুরে সক্রিয় পদক্ষেপ নিল পুলিশ প্রশাসন। সালানপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অমিত হাটি এবং রূপনারায়ণপুর ফাঁড়ির ইনচার্জ অরুণাভ ভট্টাচার্যের নেতৃত্বে পুলিশ কর্মীরা এদিন এলাকায় মাদকবিরোধী সচেতনতা অভিযান পরিচালনা করেন। পথসভার আয়োজনের পাশাপাশি মাদকবিরোধী পোস্টার নিয়ে শোভাযাত্রাও করা হয়।

ডাবর মোড়ে আয়োজিত এক পথ সভায় দুই পুলিশ কর্মকর্তা জানান, নেশার কুপ্রভাব থেকে সমাজকে মুক্ত করতে সর্বস্তরের সচেতনতা অত্যন্ত জরুরি। তাঁরা বলেন, মাদকাসক্তির কারণে যুবসমাজের ভবিষ্যৎ ধ্বংস হচ্ছে, পরিবারগুলি আর্থিক এবং মানসিক সংকটে পড়ছে, এবং সংসারে অশান্তি বাড়ছে। মাদক কোনোভাবেই শরীর বা মনের জন্য উপকারী নয়। তাই সকলকে নেশামুক্ত জীবনযাপনের আহ্বান জানান তাঁরা।

জাতীয় মাদক সচেতনতা অভিযানের অংশ হিসেবে এই কার্যক্রম মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে মানুষকে সচেতন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।পুলিশ কর্মকর্তারা জানান,কোনো সন্দেহজনক ব্যক্তি বা মাদক কারবারির সন্ধান পেলে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানোর জন্য সাধারণ মানুষের প্রতি অনুরোধ করা হচ্ছে। তাঁরা আরও বলেন, মাদক কারবারিদের বিরুদ্ধে পুলিশ সবসময় সতর্ক এবং কঠোর ব্যবস্থা নিচ্ছে। সমাজকে সুস্থ রাখতে প্রত্যেকের সহযোগিতা অপরিহার্য বলে মনে করেন তাঁরা।

এই উদ্যোগের প্রশংসা করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের মতে,ঝাড়খণ্ড সীমান্তবর্তী বাংলার বিভিন্ন এলাকায় মাদকের চোরাচালানে কিছু ব্যক্তি জড়িত। পুলিশের এই তৎপরতা তাদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।এদিন ডাবর মোড় থেকে ইয়ুথ ক্লাব প্রাঙ্গণ পর্যন্ত মাদকবিরোধী সচেতনতা শোভা যাত্রা অনুষ্ঠিত হয়।

মিছিলের নেতৃত্বে ছিলেন সালানপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অমিত হাটি এবং রূপনারায়ণপুর ফাঁড়ির ইনচার্জ অরুণাভ ভট্টাচার্য। এই অভিযান স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এবং সমাজে সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *