জন্মাষ্টমীর সকালেই রোদ ঝলমলে আকাশ। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় এ দিন সেভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই।
হাওয়া অফিস জানাচ্ছে, শনিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত অনেকটাই কমবে এবং ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে। তবে উত্তরবঙ্গে আগামী দু’দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরের নিম্নচাপ বর্তমানে ওডিশা-অন্ধ্র উপকূলে অবস্থান করছে। বাংলার ওপর তেমন প্রভাব পড়বে না বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ফলে মৎস্যজীবীদের জন্যও কোনও সতর্কতা নেই।
শনিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৭.৩ ডিগ্রি। ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূমে ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবার ও সোমবার বৃষ্টির পরিমাণ আরও কমে যাবে, তবে অস্বস্তি বাড়বে গরমে।
অন্যদিকে উত্তরবঙ্গে শনিবার থেকেই বৃষ্টির তীব্রতা কিছুটা কমলেও রবিবার ও সোমবার ফের ভারী বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বর্ষণ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।