দুর্গাপুর: অবশেষে সর্বভারতীয় কংগ্রেস কমিটি সভাপতি মল্লিকার্জুন খার্গে পশ্চিমবাংলার প্রদেশ কংগ্রেস কমিটি এবং সমস্ত জেলা কংগ্রেস সভাপতিদের নাম ঘোষণা করলেন। পশ্চিম বর্ধমানের প্রাক্তন জেলা কংগ্রেস সভাপতি তরুন রায়কে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সহসভাপতি নিযুক্ত করেন।
পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেসের সভাপতি ছিলেন দেবেশ চক্রবর্তী। তাঁকে আবার পুনর্বহাল করা হয়। পশ্চিম বর্ধমানের কংগ্রেস কর্মী এবং সাধারণ মানুষরা তরুণ রায়কে এই দায়িত্ব দেওয়ার জন্য ভীষণ খুশি।
তরুণ রায় বলেন, পশ্চিম বর্ধমানের সাথে সাথে সারা রাজ্যে আগামী দিন কংগ্রেসকে উজ্জীবিত করে স্বমহিমায় কংগ্রেসকে ফিরিয়ে নিয়ে আসা কংগ্রেস কর্মীদের মূল কাজ এবং দায়িত্ব।