Home / খবর / রাজ্য / কন্যাশ্রীর ১২ বছর! কেক কেটে উদযাপনে মুখ্যমন্ত্রী

কন্যাশ্রীর ১২ বছর! কেক কেটে উদযাপনে মুখ্যমন্ত্রী

screenshot 20250814 183834~2

ছবি: রাজীব বসু

আরও একটি মাইলফলক ছুঁয়ে ফেলল রাজ্যের কন্যাশ্রী প্রকল্প। বাংলার মেয়েদের ক্ষমতায়নের লক্ষ্যে ২০১৩ সালের ১৪ অগস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছিলেন এই উদ্যোগ। এক যুগ পেরিয়ে বৃহস্পতিবার ১২ বছর পূর্তি উপলক্ষে কেক কেটে উদযাপন করলেন মুখ্যমন্ত্রী ও অন্যান্যরা।

আর্থিকভাবে পিছিয়ে পড়া মেয়েদের জন্য রাজ্য সরকারের এই প্রকল্পে এককালীন ২৫ হাজার টাকা দেওয়া হয়। স্কুল বা কলেজ থেকেই ফর্ম সংগ্রহ করা যায়, তবে আবেদনকারীর নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক। কারণ অর্থ সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়।

screenshot 20250814 183909~2

এ দিন মমতা জানান, বর্তমানে রাজ্যে ৯৩ লক্ষের বেশি ‘কন্যাশ্রী’ রয়েছে এবং এতদিনে তাঁদের হাতে সাড়ে সতেরো হাজার কোটি টাকা তুলে দেওয়া হয়েছে।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *