Home / খবর / জেলায় জেলায় / আসানসোল নর্থ পয়েন্ট স্কুলে ‘সাফ দেশ, স্বাভিমান দেশ’ অনুষ্ঠানের আয়োজন

আসানসোল নর্থ পয়েন্ট স্কুলে ‘সাফ দেশ, স্বাভিমান দেশ’ অনুষ্ঠানের আয়োজন

screenshot 20250813 194925~2

আসানসোল: রোটারি ক্লাব অফ আসানসোল গ্রেটারের সহযোগিতায় বুধবার সকালে আসানসোল নর্থ পয়েন্ট স্কুলে “সাফ দেশ, স্বাভিমান দেশ” নামে একটি দেশাত্মবোধক এবং সামাজিকভাবে গুরুত্বপূর্ণ অনুষ্ঠান সফলভাবে আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের লক্ষ্য ছিল যুবসমাজ এবং সম্প্রদায়ের মধ্যে পরিচ্ছন্নতা, নাগরিক দায়িত্ব এবং জাতীয় গর্ব প্রচার করা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অফ আসানসোল গ্রেটারের সহকারী গভর্নর চন্দন মুখোপাধ্যায় , সভাপতি শচীন্দ্র নাথ রায়, রাষ্ট্রপতি (২০২৫-২৬), এ্যান জয়ন্তী চৌধুরী, রোটারিয়ান সমীর চৌধুরী এবং আসানসোল নর্থ পয়েন্ট স্কুলের অধ্যক্ষ রাজীব সাউ সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ, সদস্য এবং পড়ুয়ারা।

এই কর্মসূচিতে অনুপ্রেরণামূলক বক্তৃতা, সচেতনতামূলক কার্যক্রম এবং সকল নাগরিকের প্রতি আমাদের দেশকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার এবং আমাদের জাতির মর্যাদার জন্য অবদান রাখার আহ্বান জানানো হয়। রোটারি ক্লাব অফ আসানসোল গ্রেটার সামাজিক পরিবর্তন এবং সম্প্রদায়ের উন্নয়নকে উৎসাহিত করার জন্য শিক্ষা প্রতিষ্ঠান এবং জনসাধারণের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করার প্রতিশ্রুতি দেওয়া হয়।

উপস্থিত সকলের সম্মিলিত অঙ্গীকারের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়। তাদেরকে আশেপাশের এলাকার পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার এবং স্বাভিমান ও জাতীয় ঐক্যের চেতনাকে শক্তিশালী করে এমন উদ্যোগে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার বার্তা দেওয়া হয়।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *