Home / খবর / বিশ্ব / রাশিয়ার তেল আমদানির উপর মার্কিন শুল্ক বিতর্কের মধ্যে আগামী সপ্তাহে মস্কো সফরে এস জয়শঙ্কর

রাশিয়ার তেল আমদানির উপর মার্কিন শুল্ক বিতর্কের মধ্যে আগামী সপ্তাহে মস্কো সফরে এস জয়শঙ্কর

screenshot 20250813 181526~2

আগামী ২১ আগস্ট মস্কো সফরে যাচ্ছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। রাশিয়ার বিদেশ মন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেবেন তিনি। বৈঠকটি এমন এক সময়ে হচ্ছে, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার তেল কেনার কারণে ভারতের উপর ৫০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন।

রুশ বিদেশ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, দুই দেশের শীর্ষ কূটনীতিকরা দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্বপূর্ণ বিষয় এবং আন্তর্জাতিক মঞ্চে সহযোগিতার নানা দিক নিয়ে আলোচনা করবেন।

এর আগে গত ১৫ জুলাই সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (SCO)–এর বিদেশ মন্ত্রীদের বৈঠকের ফাঁকে জয়শঙ্কর ও লাভরভের মধ্যে আলোচনা হয়। তারও আগে, এ বছরের জুনের শেষ দিকে, কিঙ্গদাও-তে SCO প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকের সময় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রেই বেলৌসোভের সঙ্গে বৈঠক করেন।

প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্রেও দুই দেশের আলোচনা হয়েছে—যার মধ্যে ছিল এস-৪০০ মিসাইল সিস্টেম সরবরাহ, সু-৩০ এমকেআই যুদ্ধবিমান আপগ্রেড, এবং প্রয়োজনীয় সামরিক সরঞ্জাম দ্রুত সরবরাহের বিষয়। এর আগে জয়শঙ্কর ও লাভরভ চলতি বছরের ফেব্রুয়ারিতে জোহানেসবার্গে এবং জুলাইয়ের শুরুতে ব্রাজিলের রিও ডি জেনিরোতে বৈঠক করেছিলেন, যেখানে দ্বিপাক্ষিক সহযোগিতার অগ্রগতি নিয়ে আলোচনা হয়।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *