Home / খবর / জেলায় জেলায় / আবার রায়দীঘিতে ডুবে গেল একটি ট্রলার, উদ্ধার ১৪ জন মৎস্যজীবী

আবার রায়দীঘিতে ডুবে গেল একটি ট্রলার, উদ্ধার ১৪ জন মৎস্যজীবী

screenshot 20250812 192205~2

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, রায়দীঘি, আবার ট্রলারডুবি রায়দিঘিতে। রায়দীঘি ফিশিং ঘাট ভগবতী জেটির কাছে ডুবলো একটি ট্রলার। ওই ট্রলারের নাম মা ত্রিপুরা সুন্দরী। ট্রলারটিতে ১৪ জন মৎস্যজীবী ছিলেন। তবে বরাত জোরে রক্ষা পেয়েছেন তাঁরা। সকলকেই উদ্ধার করা সম্ভব হয়েছে।জোয়ারের সময় ট্রলারটি ভেসে উঠে জেটিতে গিয়ে ধাক্কা মারে যার জন্য এই ঘটনা ঘটেছে। ট্রলারটি তেল, বরফ বোঝাই করে মাঝ সমুদ্রে মাছ ধরতে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। ট্রলারডুবির ঘটনায় প্রায় ৫ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ট্রলার মালিক অলোক হালদার।

এর আগেও একই ভাবে এফ বি মা অন্নপূর্ণা নামের একটি ট্রলার রায়দিঘি ঘাটের কাছে ডুবে গিয়েছিল। ট্রলারটি ভাটার সময় জেটির কাছেই ছিল। এরপর জোয়ার আসতে শুরু করলে ট্রলারটি ভাসতে থাকে।এক পর্যায়ে ট্রলারটি জেটির উপর উঠে যায়। এরপর এই ঘটনা ঘটে।এই ঘটনার পর দ্রুত মৎস্য জীবীদের উদ্ধার করা হয়েছে। রায়দিঘি ফিশিং জেটি অনেকটাই বাড়ানো রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। যার ফলে বারবার এই ঘটনা ঘটছে।এই ঘটনার সমাধানে ব্যবস্থা নেওয়ার প্রয়োজন রয়েছে বলে দাবি জানিয়েছেন তাঁরা।তেল, বরফ বোঝাই করে সমুদ্রে যাওয়ার আগে এই ঘটনা ঘটায় ব্যাপক ক্ষতির মুখে পড়তে পারে মৎস্যজীবীরা।

নদী ও সমুদ্রে এখন জলের স্তর বাড়ার ফলেও এমন ঘটনা ঘটতে পারে বলে মনে করা হচ্ছে। সব কিছুই খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় ভেঙে পড়েছেন ট্রলার মালিক অলোক হালদার। চলতি মরশুমে তাঁর দুটি ট্রলার ক্ষতিগ্রস্ত হয়েছে। বারবার এমন ঘটনা কেন ঘটছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে প্রশাসন সূত্রে জানা গেল।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *