বারাবনি থানার অন্তর্গত দোমহানি হিন্দি স্কুল পাড়ায় একটি বাড়ি থেকে উদ্ধার করা হল প্রায় সাত ফুটের একটি বিষাক্ত সাপ ।
জানা যায় শনিবার বৈকাল তিনটে নাগাদ স্থানীয় বাড়ির লোকেরা বাড়ির ভেতরে ওই সাপটি দেখতে পায়। তবে তারা ভয় পেয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দেয় এবং খবর দেয় বনবিভাগে এবং স্থানীয় এক সাপধরার ব্যক্তি রয়েছে তাকেও । তবে বন বিভাগের আধিকারিকরা না এলেও ওই ব্যক্তি কিছুক্ষনের মধ্যে এসে সাপটি উদ্ধার করে নিয়ে নিয়ে যায় । এবং সাপটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানান দিলীপ কিস্কু ।
দিলীপ কিসকু জানান, প্রচণ্ড বর্ষার কারণেই গর্ত থেকে এসব সাপ বেরিয়ে আসে এবং বাড়ি ঘরে প্রবেশ করে যাচ্ছে। তবে ভয় পাওয়ার কিছু নেই এসব সাপকে না মেরে যারা এসব সাপ উদ্ধার করে তাদেরকে খবর দেওয়া দরকার এবং বনবিভাগকেও খবর দেওয়া দরকার ।