Press "Enter" to skip to content

আমাদের সম্পর্কে

এক দল সাংবাদিকের সম্মিলিত উদ্যোগে ২০২৪ সালে পথচলা শুরু Online কোলফিল্ড টাইমস-এর। ডিজিটাল নিউজ প্ল্যাটফর্মের ছকে বাঁধা খবর পরিবেশনের নীতি থেকে ঈষৎ সরে এসে পর্দার আড়ালে থাকা তথ্যগুলিকে পাঠকের সামনে তুলে ধরাই আমাদের লক্ষ্য। এমন কিছু খবর, যেখানে মিডিয়ার আলো সেভাবে পড়ে না, সেগুলিকে আপনাদের কাছে নিয়ে আসাও আমাদের আরেক গুরু দায়িত্ব। আমরা চাই, আপনার পরামর্শ আমাদের এই প্রচেষ্টাকে আরও শক্তিশালী করে তুলুক। এ ভাবেই পাঠকের প্রতিনিধি হয়ে উঠুক Online কোলফিল্ড টাইমস।